
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ যৌনতা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা গেঁথে রয়েছে। কিন্তু লজ্জার কারণে অনেকেই সেই বিষয়ে মন খোলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন। এর জেরেই কিছু ভুল ধারণাও তৈরি হয়। যেমন একটি ধারণা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যায়, তা হল সঙ্গমের পরেই প্রস্রাব করা উচিত না অনুচিত। যৌনমিলনের সঙ্গে প্রস্রাবের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, যৌনতার আগে এবং পরে প্রস্রাব করা উচিত। এই অভ্যাসের বেশ কিছু সুফলের কথায় চিকিৎসকরা আলোকপাত করেছেন। তাই মহিলা এবং পুরুষ উভয়কেই এই কাজের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
যৌনমিলন শুরু আগে আগেই প্রস্রাব করলে মূত্রনালি সংক্রমণ অর্থাৎ ইউনিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই ইউটিআই ইনফেকশন বড় ধরণের বিপদের কারণ হতে পারে। তবে শুধু সংক্রমণ নয়, মিলিত হওয়ার আগে প্রস্রাব করলে যৌনতায় সুখের অনুভূতি বেড়ে যায়। পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রেই তা সত্য। মূত্রথলি যদি পূর্ণ থাকে তবে অর্গ্যাজমের সময় তা প্রভাব ফেলে। মূত্রথলিতে তা চাপ বৃদ্ধি করে। মূত্রথলি খালি থাকলে অর্গ্যাজম আরও আনন্দদায়ক হয়ে ওঠে।
যৌনতার পর মূত্র ত্যাগ মহিলাদের ক্ষেত্রে ভীষণ উপকারি, যৌনতার মাধ্যমে যে সব রস ঢোকে তা বের হয়ে যায় যৌনতা পরবর্তী মূত্রত্যাগের মাধ্যমে। এর জেরে বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়। ব্লাডারে প্রস্রাব জমে থাকা অবস্থায় যে জীবাণু থাকে, তা সঙ্গমের সময় একে অপরের শরীরে প্রবেশ করতে পারে। তা থেকে উভয়েরই, বিশেষ করে মেয়েদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। একইসঙ্গে মিলনের আগে প্রস্রাব করা থাকলে শারীরিক স্বস্তিও অনেকটাই থাকে। এতে সঙ্গম আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
যৌন মিলনের পর প্রস্রাব করা একটি অত্যন্ত ভাল অভ্যেস। এর ফলে যৌনাঙ্গের ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায় এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে। যৌনমিলনের পর প্রস্রাব করলে ইউরেথরা থেকে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়। ফলে যে কোনও রকমের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যৌনমিলনের পর ৩০ মিনিটের মধ্যে প্রস্রাব শরীরে পক্ষে উপকারী।
সংক্রমণের ঝুঁকি কমাতে নয়, অনেক মহিলা কন্ডোম ছাড়া সঙ্গমের পরই প্রস্রাব করে নেন, এতে নাকি অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি থাকে না। চিকিৎসকদের মতে, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। প্রস্রাব নির্গত হয় মূত্রনালি থেকে, যোনির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই প্রস্রাব করলেই যোনি থেকে সব ধুয়ে যাবে, এমনটা হওয়ার নয়। প্রস্রাব করলেই যে অন্তঃসত্ত্বা হবেন না— এমনটা ভাবার কোনও কারণ নেই। সঙ্গমের পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌনরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায় না। এ ক্ষেত্রে কন্ডোমের ব্যবহারই একমাত্র মুক্তির পথ। অসুরক্ষিত মিলনের পর অনেক গর্ভনিরোধক ব্যবহার করা যায় বটে, তবে কোনও বড়িই গর্ভধারণের ঝুঁকি ১০০ শতাংশ এড়াতে পারে না।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক